কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় মাদক ব্যবসায়ী সহ আটক করেছে পুলিশ -৪ জনকে। কচুয়ার মাদক ব্যবসায়ী মো: আক্কাস আলী শেখ(৩৯),পিতা -মো: মজিবুর শেখ, মো: বিল্লাল শেখ (৩৭), পিং-মো: ফরিদ মিয়া, উভয় সাং-ফুলতলাকে ১নং আসামী মো: আক্কাস আলীর বসত ঘরের দক্ষিন পাশের বারান্দা থেকে গতকাল রাত ১০টা ১৫ মিনিটে কচুয়া থানার অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে।
এছাড়া ইয়াবা ব্যবসায়ী মোঃ রাসেল শেখ (২৯), পিং-মোঃ জাহাঙ্গীর সেখ সাং রঘুনাথপুরর্ থানা-নাজিরপুরকে ইয়াবা বিক্রির সময় বয়ারসিংহা নাজিরপুর সড়কের উপর বয়ারসিংহা গুচ্ছগ্রামের পাশে মো: শহিদুল ইসলামের বাড়ির পার্শ থেকে গত ২ সেপ্টেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে কচুয়া থানার অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মো: মোমরেজ আলী মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে ইয়াবা বিক্রির সময় আটক করে। বাদী এসআই ফেরদৌসও এসআই মো: মোমরেজ আলী মোল্লা এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ সালের ৩৬(১)এর ১৯(ক)/২৬ ধারায় মামলা করেন। মামলা নং-৪/৭২ ও ৩/৭১।
এছাড়া কচুয়া থানা পুলিশ আত্মহত্যার প্রোরচনা মামলায় কচুয়া সদর ইউনিয়নের কচুয়া গ্রামের হীরালাল কর্মকারের ছেলে সুমন কর্মকার(৩৮)কে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।মামলা নং-২/৭০।