Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরও দুইজনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে একটি মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলায় বাকি দুই আসামীকে আলাদা আলাদা সাজা দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এর আদালতে এ রায় দেন।

আসামী শারমীন আক্তার কে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় বিশ হাজার টাকা জরিমান, মেহেদী হাসান মুন্না কে ১ বছর ৯ মাসের কারাদণ্ড অনাদায় ৩ হাজার টাকা জরিমান, ইকতার জাহান তিশাকে ১ বছর ৬ মাসের কারাদন্ড অনাদায় ২ হাজার টাকা জরিমানা করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন শারমীন আক্তার (৪৫), কাউখালী উপজেল শিয়ালকাঠি গ্রামের মোঃ খলিলুর রহমানের স্ত্রী। মোঃ মেহেদী হাসান মুন্না(১৯) একই এলাকার মোঃ খলিলুর রহমানের পুত্র। ইকতার জাহান তিশা(২২) একই এলাকার শহিদুল্লাহ গাজীর স্ত্রী। তারা সবাই একই পরিবারের সদস্য।

মামলা সূত্রে জানা যায় ২০২২ সালের ০২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলা শিয়ালকাঠি এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিচ ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা সহ ০৩ জন আসামী কে আটক। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি বাদি হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ দুইজনকে দন্ডাদেশ দেন। রায় প্রদান কালে ৩ আসামী আদালতে হাজির ছিলেন।

পাবলিক পসিকিউটর আবুল কালাম আকন জানান, একটি মাদক মামলায় প্রধান আসামী মোঃ শারমীন আক্তার (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় বিশ হাজার টাকা জরিমানা করেন। বাকি দুই আসামিকে আলাদা আলাদা দন্ডাদেশ দেন। একজন আসামিকে খালাস প্রদান করেন। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।