কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় জমিজমা নিয়ে বিরোধের জের হিসেবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে পিতা পুত্র ও মাকে। আহত পরিবারের লোকজন জানায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় গোপালপুর গ্রামের লিয়াকত আলী খান(৬২)তার ছেলে বাবলূ খান(৩৫) ও মা মনোয়ারা বেগম(৫৫) প্রতাপপুর গ্রামে তাদের মৎস্য ঘেরে মাছ ধরতে গেলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা ০৯/১০ জনের একদল সন্ত্রাসী তাদের এলোপাথারী আক্রামন করে দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের চিৎকার শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করে। তবে পিতা লিয়াকত আলী খানের অবস্থ্যা খুবই গুরুতর।
এ নিউজ লেখার সময় পর্যন্ত আহত পরিবারের লোকজন কচুয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।