Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় দুই মাথা ও তিন হাত বিশিষ্ট শিশুর জন্ম, ১ ঘণ্টার মধ্যেই মৃত্যু

নওগাঁ প্রতিনিধি 
নভেম্বর ২৭, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি 

নওগাঁয় দুই মাথা ও তিনটি হাত বিশিষ্ট এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটি জন্ম নিলেও জন্মের মাত্র এক ঘণ্টার মধ্যেই মারা যায়।

জন্ম নেওয়া শিশুটি ছিলেন চকপ্রসাদ এলাকার মো. রকির স্ত্রী আরিফার সন্তান। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি জন্মের পর অত্যন্ত জটিল শারীরিক অবস্থায় ছিল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শিশুর দেহে বিরল জন্মগত বিকৃতির কারণে বিভিন্ন অঙ্গের সঠিক কার্যকারিতা পাওয়া যায়নি।

পরিবার জানিয়েছে, গর্ভাবস্থায় বেশ কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করানো হলেও এমন অস্বাভাবিক গঠন ধরা পড়েনি। পরিবার জানিয়েছে, হঠাৎ এ ধরনের ঘটনার কারণে তারা শোকাহত।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দুই মাথা বা অতিরিক্ত অঙ্গসহ শিশুর জন্ম সাধারণত বিরল জিনগত বা ভ্রূণ বিভাজনজনিত জটিলতার কারণে ঘটে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণের সঠিকভাবে বিভাজন না হওয়ায় এই ধরনের ঘটনা হতে পারে।

মর্মান্তিক ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে মানসিক সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেছে। স্থানীয়রা কৌতূহল প্রকাশ করলেও চিকিৎসকরা জোর দিয়ে বলেছেন, এমন ঘটনায় কুসংস্কারের পরিবর্তে বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে মনোযোগ দেওয়া উচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।