Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় শিক্ষার্থীদের মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নওগাঁ সরকারি কেডি স্কুলের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল সাজিদ এবং জুনিয়র পর্যায়ে প্রথম স্থান অধিকার করে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাইফ রহমান। প্রথম স্থান অর্জনকারী দুই শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে দুইটি বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. খবিরুল ইসলাম।

এ ছাড়া প্রথম নয়জন শিক্ষার্থীর হাতে ঘড়ি, ব্যাগ, টেবিল ল্যাম্প ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।” তিনি আরও বলেন, রাণীনগর উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তর করতে হলে বর্তমান ও আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলার বিকল্প নেই। এমন উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অভ্যস্ত হতে এবং জ্ঞান, মনন ও দক্ষতায় আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক বই পড়া ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিরাপদ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকসহ সমাজের সচেতন সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতের আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।