Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি শোডাউন, হামলায় আহত ৩

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে কলসকাঠী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলীয় দুই পক্ষের পাল্টাপাল্টি শোডাউন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নবগঠিত কমিটির সদস্য সাইদুল ইসলাম সজলসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহত সজল তালুকদার ঘোষিত কমিটির সভাপতি মিজানুর রহমান নাসিমের অনুসারী বলে জানা গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কলসকাঠী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত ২২ নভেম্বর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি মিজানুর রহমান নাসিমকে সভাপতি ও আল আমিন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কলসকাঠী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি অনুমোদন দেয়। এ ঘোষণার পরদিনই নবগঠিত কমিটির নেতাকর্মীরা ধানের শীষের সমর্থনে আনন্দ মিছিলের আয়োজন করেন। অন্যদিকে পদবঞ্চিত ও বিক্ষুব্ধ একাংশ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ঘোষণা করে।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বিকেলে লাঠিসোটা হাতে নেতাকর্মীরা বাজার এলাকায় মহড়া দিতে থাকেন। নবগঠিত কমিটির মিজানুর রহমান নাসিমের নেতৃত্বে ঢাপরকাঠী এলাকা থেকে মিছিলটি কলসকাঠী বাজারে প্রবেশের সময় গোডাউন সংলগ্ন সড়কে বিক্ষুব্ধ পক্ষের নেতাকর্মীরা হামলা চালায়। এতে সজল তালুকদারসহ ৩ জন আহত হন। তারা স্থানীয় উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানান কলসকাঠীর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল।

এ ঘটনায় এলাকায় রাত সাড়ে ৮টা পর্যন্ত তীব্র উত্তেজনা বিরাজ করছিল।

নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা অভিযোগ করেন, “নেতাকর্মীরা বাজারে জড়ো হওয়ার চেষ্টা করলে পদবঞ্চিত কিছু দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। এতে সজলসহ কয়েকজন আহত হন। পরে প্রশাসনের অনুরোধে আমরা মিছিল না করে সংক্ষিপ্ত পথসভায় সীমাবদ্ধ থাকি।”

অন্যদিকে পদবঞ্চিত সাধারণ সম্পাদক প্রার্থী এইচ এম হাসান ইমাম খোকন বলেন, “ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিবাদে আমরা বিক্ষোভ ডাক দিলে নবগঠিত কমিটির লোকজন আনন্দ মিছিল বের করে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের সেই মিছিল প্রতিহত করেছেন।”

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, একই সময় দুই পক্ষের আনন্দ মিছিল ও বিক্ষোভ মিছিলের কারণে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। “বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না,” বলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।