
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ক্যাফে ৭১ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে তৃতীয় তলায় এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন।
এ সময় কোটালীপাড়া থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ, তৈয়াবুর রহমান সরদার, এডভোকেট দেলোয়ার হোসেন সরদার, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, শিক্ষক হাবিবুর রহমান, হাবিবুর রহমান মুকুল, রেস্টুরেন্টটির ব্যবস্থাপনা পরিচালক ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
ক্যাফে ৭১ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক ইসরাত জাহান নবধারা কে বলেন, আমরা কাস্টমারদের রুচিশীল স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের চেষ্টা করবো। আমাদের এই রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আমাদের এখানে বিয়ে জন্মদিনসহ নানা অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে।