Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে শান্তিপূর্ণ ভোটগ্রহণে সর্বোচ্চ প্রস্তুতি—নবাগত পুলিশ সুপার

বান্দরবান প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মো. আবদুর রহমান। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসপি আবদুর রহমান বলেন, “এ অঞ্চলের ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবের আমেজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।”

তিনি জানান, নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেওয়ার লক্ষ্যে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বান্দরবানের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন অব্যাহতভাবে কাজ করে যাবে বলে আশ্বাস দেন নবাগত পুলিশ সুপার।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, ডিআইও মুহাম্মদ আতিকুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এনএ জাকিরসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।