শফিকুল ইসলাম সাফা,চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীর শ্যামপাড়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, লেখক ও সাংবাদিক পংকজ মন্ডলকে দেখতে এসেছেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী।
আজ বুধবার সকাল ১০ টায় তিনি চিকিৎসাধীন সাংবাদিক পংকজ মন্ডলের শয্যাপাশে উপস্থিত হয়ে তিনি তার চিকিৎসার খোঁজ-খবর ও প্রয়োজনে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেণ। এ সময় সিনিয়র সাংবাদিক কপিল ঘোষ, অরুণ সরকার, ইউপি সদস্য গোড়া চাঁদ ঘোষ, সমাজ সেবক মাখন লাল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর সাংবাদিক পংকজ মন্ডল নিজ বাড়িতে দুর্ঘটনাবসত পড়ে গিয়ে ডান পা ভেঙ্গে যায়। এ ঘটনার পর চিকিৎসক ১মাস বেড রেস্টে থেকে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন।
লেখক ও সাংবাদিক পংকজ মন্ডল নবধারাকে বলেন, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী আমার বাসায় এসে আমার স্বাস্থ্যের খবর নিয়ে শুধু আমাকে সম্মানিত করেন নাই এতে সকল লেখক ও সাংবাদিক সমাজ সম্মানিত হয়েছে। আমি তার এ মহানুভবতার প্রশংসা করছি।