তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর খাসের হাট ইসলামিয়া আলিম মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি গিয়াস উদ্দিন পাঞ্চায়েতকে সংবর্ধনা ও নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি ও জেলা যুবদলের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
এছাড়া বক্তব্য রাখেন শম্ভুপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মিজানুর রহমান বাবুল, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা ছালামত উল্লাহ, মোঃ আলমগীর, রুবিনা বেগম এবং ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল হাই।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

