Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি: উন্নয়ন ও সেবায় নতুন দৃষ্টান্ত

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর আজ তার দায়িত্বপালনের এক বছর পূর্ণ হলো।

২০২৪ সালের ১ ডিসেম্বর তিনি যোগদান করেছেন।

চ্যালেঞ্জপূর্ণ সময়ে দায়িত্বভার গ্রহণ করে গত এক বছরে তিনি প্রশাসনিক কার্যক্রম, জনসেবা এবং অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে সফলভাবে সময় অতিক্রম করেছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারের বরাদ্দকৃত সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহারের পাশাপাশি উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। দেশের অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিনি জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়েছেন।

এক বছরের কর্মকালে তিনি দ্রুততম সময়ে জনগণের সমস্যা সমাধান, সেবা প্রাপ্তি সহজীকরণ এবং দাপ্তরিক কার্যক্রমকে জনবান্ধব করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অসমাপ্ত ফাইল নিষ্পত্তি, সেবাগ্রহীতার অভিযোগ গ্রহণ, তাৎক্ষণিক ব্যবস্থা ও মাঠপর্যায়ে তদারকিও বাড়ানো হয়।

ইউএনও ফারুক আহমেদের নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলায় দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য উপজেলা পরিষদের পুকুর সৌন্দর্য বর্ধন, উপজেলা পরিষদ সীমানা প্রাচীর নির্মাণ, শিশুদের জন্য আধুনিক ও নিরাপদ খেলাধুলার স্লাইডার নির্মাণ, অফিসার্স কোয়ার্টারের নান্দনিক ঘাটলা নির্মাণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়, গৃহহীন ও প্রতিবন্ধী পরিবারের জন্য বসবাসযোগ্য ঘর নির্মাণ ও প্রদান, সড়ক, কালভার্ট ও জনসুবিধামূলক স্থাপনা সংস্কার,

এই প্রকল্পগুলো স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনে উপজেলা উন্নয়নের গতি বাড়িয়েছে।

ইউএনও নিয়মিত মাঠ পরিদর্শন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং, বাজার দরের তদারকি, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিতকরণসহ নানা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের সমন্বয়, উন্নয়ন কমিটির সভা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা শক্তিশালী করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন।

ভবিষ্যতেও সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ইউএনও ফারুক আহমেদের নেতৃত্বে বাবুগঞ্জে গত এক বছরে উন্নয়নমূলক কর্মকাণ্ডে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা আগামীতেও তার দক্ষ নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলা উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবায় আরও অগ্রগতি লাভ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।