স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার উপজেলার সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা এক হোটেল ব্যাবসায়ী ও একজন মুদি দোকানদারকে ভোক্তাঅধিকার আইনে দুটি মামলা করে ৪ হাজার টাকা জরিমানা করেন।
নবধারা/বিএস