স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিসে সতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ নিজাম উদ্দিনের অভিযোগের ভিত্তিতে জানা যায়, সতন্ত্র প্রার্থী সাহেব আলী ফরাজির কর্মী সমর্থকরা তার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
গতকাল রবিবার সন্ধ্যা ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এসময় উভয় প্রার্থীর ৪ কর্মী আহত হয়। আহতদেরকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সিদ্দিক মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে নৌকা প্রতিকের কর্মী সমর্থকরা রাতে চিতলমারী বাজারে বিক্ষোভ মিছিল করেছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, রবিবার সন্ধ্যায় বরাশিয়া বাজারে আমার নির্বাচনী অফিসে কর্মী সমর্থকরা বসেছিলেন। এসময় হঠাৎ বিদ্রোহী প্রার্থী সাহেব আলী ফরাজির একদল কর্মী সমর্থক আমার নির্বাচনী অফিস ভাংচুর করে । আমার ২ কমী, সিদ্দিক মোল্লা ( ২৬) ও তুহিন শেখ (২২) কে মারপিট করে আহত করে।
স্বতন্ত্র প্রার্থী মোঃ সাহেব আলী ফরাজি জানান, নৌকা প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুরের কথা অস্বীকার করে বলেন, আমার কিছু কর্মী সমর্থক আমার (আনারসের) লিফলেট বিতরণ করতে গেলে তাদের বিতরনে নৌকা প্রতিকের কর্মীরা বাধা দেয় এবং আমার ২ কর্মী জাহাঙ্গীর ফরাজি (৪২)ও জুয়েল শেখ (২১) কে মারপিট করে আহত করে।
চিতলমারী থানার পরিদর্শক ( তদন্ত) মো: ইকরাম হোসেন নবধারা কে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। অসন্ন ইউপি নির্বাচনে সহিংসতা কারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।