কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার কুশলা বাজারে এ এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।
ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং গোপালগঞ্জ জেলা ব্যবস্থাপক জিয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন।
এ সময় সমাজসেবক আব্দুল মান্নান শেখ, মঞ্জুরুল ইসলাম মঙ্গু, কুশলা নেছারিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ বাকের হোসাইন, ইউপি সদস্য ইয়াকুব শেখ, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের কুশলা শাখার এজেন্ট রিয়াজ চৌধুরী উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং গোপালগঞ্জ জেলা ব্যবস্থাপক জিয়ারুল ইসলাম নবধারা কে বলেন, ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে ব্যাংক এশিয়া এ এজেন্ট ব্যাংকিং চালু করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা কুশলা বাজারে একটি এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করলাম।