Nabadhara
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ৪ মাদকসেবীর কারাদন্ড

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ৪জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে মাদকসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত ওয়ারেশ মল্লিকের ছেলে সালাম মল্লিক (৫০) কে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদন্ড ও ২৭ হাজার টাকা অর্থদন্ড এবং একই গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৪৩) কে ৬ মাসের কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে দৌলতপুরের মৃত আকসেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৫০) ও একই এলাকার মৃত এসকেন্দার আলীর ছেলে মেহেদী হাসান (২৮) কে ১৫ দিনের কারাদন্ড এবং তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ ভ্রাম্যমান আদালতের বিষয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।