দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
চিকিৎসা পেশাকে কেবল জীবিকা নয়, বরং আর্তমানবতার সেবায় উৎসর্গ করেছেন ডা. অমিতাভ তরফদার। পটুয়াখালীর দুমকি উপজেলার ‘লুথ্যরান হেলথ কেয়ার’-এর এই আবাসিক মেডিকেল অফিসার এখন স্থানীয়দের কাছে এক নির্ভরতার নাম।
তার আন্তরিক আচরণ আর সেবার মানসিকতা প্রান্তিক মানুষের মাঝে তৈরি করেছে গভীর আস্থা।
২০১৩ সালে এমবিবিএস সম্পন্ন করার পর রাজধানীর বড় হাসপাতালের স্বাচ্ছন্দ্য ছেড়ে ডা. অমিতাভ বেছে নিয়েছেন গ্রামের সুবিধাবঞ্চিত মানুষকে। তার দর্শন স্পষ্ট একজন আদর্শ চিকিৎসকের প্রথম দায়িত্ব রোগীকে যথাযথ সম্মান দেওয়া। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার প্রতি সমান মনোযোগ ও ধৈর্যশীল আচরণ তাকে অন্য সবার থেকে আলাদা করেছে।
লুথ্যরান হেলথ কেয়ারে যোগদানের পর থেকেই ডা. অমিতাভ তার মেধা ও ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির হারানো সুনাম ফিরিয়ে এনেছেন। চিকিৎসাসেবার পাশাপাশি নিজ উদ্যোগে অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ ও সহায়তা দিয়ে তিনি গড়ছেন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
চিকিৎসা নিতে আসা সাইফুল ইসলাম বলেন, ডিগ্রির চেয়েও মানবিক গুণ যে একজন চিকিৎসককে কতো বড় করে তুলতে পারে, তার জীবন্ত উদাহরণ ডা. অমিতাভ।
অভিভাবকদের কথা শিশুর মা সোনিয়া আক্তার জানান, ডাক্তার বাবুর সঙ্গে কথা বললেই অর্ধেক অসুখ সেরে যায়, মনে সাহস জাগে।
১৯৮৬ সালে খুলনায় এক নার্সিং সুপারভাইজারের ঘরে জন্ম নেওয়া ডা. অমিতাভ ছোটবেলা থেকেই সেবার পরিবেশ দেখে বড় হয়েছেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সদালাপী ও বিনয়ী এই মানুষটি এখন কেবল একজন চিকিৎসক নন, বরং দুমকির আপামর জনসাধারণের কাছে এক প্রকৃত মানবিক বন্ধু।
#

