বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। যদি নিহতের পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোদের জের ধরে তার ছেলেকে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের নাটক সাজিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাকেরগঞ্জ ওসি খন্দকার কে এম সোহেল রানা।
নিহত সাকিব হাওলাদার (১৮) পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরবয়রা গ্রামের জসিম হাওলাদারের ছেলে।
নিহতের চাচা মুসা হাওলাদার বলেন, বুধবার বিকেলে সাকিব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। সর্বশেষ রাত ৭.২৮ টাশ মোবাইল ফোনে সাকিবের সাথে তার মায়ের কথা হয়। অনেক খোঁজাখুঁজি করে ওই রাতেই তারা বিষয়টি দুমকি থানা পুলিশকে অবহিত করে। পরে ব্হস্পতিবার সকালে তিনি একজনের ফেসবুক লাইভে দেখে নিশ্চিত হন লাশটি নিহত সাকিবের। পরে তিনি নিয়তের পরিবারবর্গকে নিয়ে বাকেরগঞ্জে এসে লাশ সাকিবের বলে শনাক্ত করেন।
নিহত সাকিবের পিতা জসিম হাওলাদার জানান, তার চাচাতো ভাইদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইতিপূর্বে সেই বিরোধের জের ধরে তার বৃদ্ধ মাতাকেও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। তার ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তার একমাত্র পুত্র সাকিবকে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের নাটক সাজিয়েছে। কেউ অটোরিকশা ছিনতাই করলে তার পুত্রের দুই হাত ও এক পা ভেঙে দিয়ে হত্যা করতোনা। তিনি তার পুত্রের হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার কেএম সোহেল রানা বলেন, সাকিবের দুই হাত ও এক পা ভাঙা। ধারণা করছি অজ্ঞাত ব্যক্তিরা শাকিলের অটোরিকশাটি ভাড়া করে নিয়ে গিয়ে তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

