Nabadhara
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সরকারি জমিতে অবৈধ দোকান নির্মাণ, শ্রমিক দল নেতা বিরুদ্ধে অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়ার পরও সরকারি ছুটির দিনকে কাজে লাগিয়ে দখল কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টরকী বাসস্ট্যান্ডের উত্তর-পশ্চিম পাশে যাত্রীছাউনী সংলগ্ন সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করছেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জামাল সরদার। বিষয়টি জানাজানি হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নিদের্শে বার্থী ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার সাইফুজ্জামান রিফাতকে পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।

স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবারের সুযোগ কাজে লাগিয়ে নিজে উপস্থিত থেকে অতিরিক্ত লোকবল ব্যবহার করে তড়িঘড়ি করে দোকান নির্মাণকাজ সম্পন্ন করেন শ্রমিক দল নেতা জামাল সরদার।

এদিকে একই স্থানের পাশেই জামাল সরদারের ছোট ভাই উপজেলা যুবদল নেতা কামাল সরদার সরকারি যাত্রীছাউনী দখল করে একটি কাউন্টার নির্মাণ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে করে যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং সরকারি স্থাপনার স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জামাল সরদার সরকারি জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি আমার পুরাতন দোকান ঘর মেরামত করেছি’।

গৌরনদী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদ নুর আলম হাওলাদার সরকারি জায়গা কথা স্বীকার করে বলেন, ‘ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জামাল সরদার তার পুরাতন দোকান ঘর সংস্কার করেছে’।

বার্থী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সাইফুজ্জামান রিফাত বলেন, ‘উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারের নির্দেশে আমি ও সার্ভেয়ারসহ ঘটনাস্থলে গিয়ে জায়গা পরিমাপ করে দেখা যায়, জমি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এ কারণে প্রাথমিকভাবে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়ে আসি’।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।