Nabadhara
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে রাষ্ট্রীয় শোক উপেক্ষা হাদীর মৃত্যুতে অর্ধনমিত হলোনা জাতীয় পতাকা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি  
ডিসেম্বর ২০, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি  

বরিশালের বাকেরগঞ্জে জুলাই গনঅভ্যুত্থানে সম্মুখ সারির অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার সরকারের এই নির্দেশনা অমান্য করে বাকেরগঞ্জ উপজেলার অধিকাংশ সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করেনি জাতীয় পতাকা।

সরকারি গেজেট অনুযায়ী জুলাই গনঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ২০ ডিসেম্বর সকল সরকারি,বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবন সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ টি ছিলো বাকেরগঞ্জ উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে নির্দেশিত গেজেটটি ছিল উপেক্ষিত।

সরে জমিনে ঘুরে দেখা উপজেলার ৭ নং কবাই ইউনিয়নের সোনা কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়,১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর ইসলামিয়া মহিলা কলেজ, ১০ নং গারুড়িয়া জিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারীকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,২ নং চরাদী ইউনিয়নের ছাগলদী সালেহীয়া দাখিল মাদ্রাসা,গারুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সহ উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবন,  উপজেলা হিসাব রক্ষন অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা জনস্বাস্থ্য প্রোকৌশলীর কার্যালয়েও ছিলোনা জাতীয় পতাকা অর্ধনমিত।

এবিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের কাছে জানতে চাইলে তারা বিভিন্ন অযুহাতে দায় এড়িয়ে যায়।বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে  জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তার মোঃ রুহুল আমিনের কাছে  জানতে চাইলে তিনি বলেন, দিবসটি  গুরুত্ব সহকারে পালনের জন্য সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের জানানো হয়েছে।

যে সকল প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন হয়নি
তাদের ব্যাপারে বিভাগীয় ব্যবস্হা নেওয়া হবে।

রাষ্ট্রীয় ঘোষিত শোক দিবস পালনের  নির্দেশ অমান্য করা প্রসংঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন রাষ্ট্রীয় নির্দেশ যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য কারে থাকেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।