গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের মিডিয়াকর্মীদের সাথে সদ্য যোগদানকৃত গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন মতবিনিময় সভা করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক ও মাই টিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারন সম্পাদক হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, সঞ্জয় কুমার পাল, এম আলম, সাংবাদিক আমিনা আক্তার সোমা, আমিন মোল্লা, হাসান মাহমুদ, জামিল মাহমুদ, খায়রুল ইসলাম, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, রাজিব হোসেন তারিম, নাসির উদ্দিন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

