Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীর চাঞ্চল্যকর দস্যুতা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি 
ডিসেম্বর ২৩, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর দস্যুতা মামলার অন্যতম প্রধান আসামি মো. মনির শিকদার (৪৫)-কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর বোয়ালমারী থানাধীন কালিয়ান্ড এলাকায় মো. সাখাওয়াত হোসেনের বাড়িতে সংঘটিত দস্যুতার ঘটনায় এই আসামি জড়িত ছিলেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) র‍্যাবের পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

প্রেস নোটে বলা হয়, ঘটনার দিন রাত আনুমানিক ৩টার দিকে তিনজন মুখোশধারী দস্যু বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা স্টিলের বাক্স ভেঙে নগদ প্রায় ৭ লাখ টাকা এবং আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে র‍্যাব-১০, ফরিদপুর ক্যাম্প ও র‍্যাব-৪, সাভার ক্যাম্পের একটি যৌথ দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মনির শিকদারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।