Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে সাংবাদিক খলিলের জানাজা ও দাফন সম্পন্ন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে মরহুম সাংবাদিক হাফেজ মোঃ খলিলুর রহমানের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় কলসকাঠী বিএম একাডেমি হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা রেদওয়ান উল্লাহর সঞ্চালনায় জানাজার নামাজে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিন রোকুন ডাকুয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ খলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন এবং মরহুমের ছোট ভাই মোঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা।

বক্তব্যে মরহুম সাংবাদিক হাফেজ মোঃ খলিলুর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, সাংবাদিক হাফেজ মোঃ খলিলুর রহমান বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ৩টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।