নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সচিব মোঃ নুরুল ইসলাম।
গত ২১ তারিখ সমকাল পত্রিকায় “নাজিরপুর ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান তিনি।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, যে একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া কাগজ তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানসিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।
নুরুল ইসলাম বলেন, আমি নাজিরপুর সদর ইউনিয়নে দীর্ঘ ৬ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। উক্ত পত্রিকায় প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।