স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীর সন্তোষপুর ইউনিয়নের বাবুয়ানা গ্রামের মঞ্জুর মাঝির চিংড়ি ঘেরে দুস্কৃতিকারীরা বিষ প্রয়োগের ফলে প্রায় ৫/৬ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় মঞ্জুর মাঝি বাদি হয়ে প্রতিবেশী গণেশ বাছাড়কে আসামী করে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে গণেশ বাছাড় বিষ প্রয়োগের কথা অস্বীকার করে বলেন, এলাকায় আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি পক্ষ প্রতিবেশী মঞ্জুর মাঝিকে দিয়ে আমার নামে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছে।
সন্তোষপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১০ টার দিকে মঞ্জুর মাঝির ডাকা-ডাকির প্রেক্ষিতে আমরা কয়েকজন তার ঘেরের পাড়ে যেয়ে দেখি অজ্ঞাত ব্যক্তির দুটি স্যান্ডেল পড়ে আছে। তার ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে এটা সঠিক। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশা করার চেষ্টা চলছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান নবধারা কে বলেন, চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।