Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ–২-এর আওতায় পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌরসভার রুনসী ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পৌরসভার বাসিন্দা মৃত সুশীল দেবনাথের ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার দেবনাথ (৩৬) এবং মৃত জগদীষ দেবনাথের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিষ কুমার দেবনাথ (৩৭)।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা জানান, বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ২০২২ সালের ২৭ আগস্ট বাকেরগঞ্জের তুলাতলা ব্রিজের উত্তর পাশে বসে পরদিন (২৮ আগস্ট) বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে একাধিক ব্যক্তিকে আহত করা এবং এলাকায় নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে গত বছরের ৭ নভেম্বর হাসান সিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় তদন্তে অজ্ঞাতনামা আসামি হিসেবে চিহ্নিত হওয়ায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও একই মামলায় একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।