Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা, শ্যামনগরে সংবাদ সম্মেলন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

দলের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. আব্দুল ওয়াহেদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শ্যামনগরবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং সে অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে মো. মনিরুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন।

তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি মানসিকভাবে গভীরভাবে ভেঙে পড়েন। এ অবস্থায় দলের বৃহত্তর স্বার্থ ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি স্বেচ্ছায় নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

আলহাজ্ব মো. আব্দুল ওয়াহেদ বলেন, “এখন থেকে শ্যামনগর উপজেলা বিএনপি এক ও অভিন্ন। দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মো. মনিরুজ্জামানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করতে হবে। এর মাধ্যমে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হবে।” এ জন্য তিনি উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলন শেষে তিনি প্রতীকীভাবে ধানের শীষের মার্কা দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মো. মনিরুজ্জামানের হাতে তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।