Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় পুলিশ সদস্য সমীর ঘোষের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা থানার ওসির উদ্যোগে পুলিশ সদস্য সমীর কুমার ঘোষ-এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমীর ঘোষ দীর্ঘ ২৯ বছর ৩ মাস বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে মারাত্মক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

শুক্রবার (২ ডিসেম্বর) বাদ জুম্মা দেবহাটা থানার ওসির অফিস রুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, এসআই কওছার আলী, এসআই আদনান বিন আজাদ, এসআই তন্ময় সাহা, এএসআই শামীম হোসেন, এএসআই মেহেদি হাসান এবং বিদায়ী সমীর ঘোষের শ্যালক রামকৃষ্ণ ঘোষ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সমীর ঘোষকে ওসিসহ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন নিজে সুসজ্জিত দেবহাটা থানার গাড়িতে সমীর ঘোষকে তুলে সাতক্ষীরা জেলা শহর পর্যন্ত পৌঁছে দেন। উল্লেখ্য, সমীর ঘোষের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।