দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ জানুয়ার) বাদ আছর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. নজরুল ইসলাম ও আবুল কালামসহ স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা। দোয়া মাহফিলে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

