Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ঘুষ গ্রহণের সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

যশোর প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

ঘুষ লেনদেনের সময় যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে।

দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতা হয়েছিল। অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন ফাইল ছাড় করানোর জন্য আশরাফুল আলম দীর্ঘ তিন মাস ধরে নানা অজুহাতে তাকে ঘুরিয়ে চলেছেন। প্রথম দফায় ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর পুনরায় আরও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশন ছাড় হবে না বলে হুমকিও দেওয়া হয়েছে।

মোহাম্মদ নুরুন্নবী অভিযোগ করেন, খুলনা বিভাগের এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেতন কাঠামোও কমিয়ে দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর প্রলোভনে আশরাফুল আলমের হাতে ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়ার সময় দুদক অভিযান চালিয়ে তাকে আটক করে।

দুদকের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, আটক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।