Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ৫৪ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল।

প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, দৌড় এবং নিক্ষেপসহ সকল প্রতিযোগিতায় বিজয়ী দল, ১ম ও ২য় স্থান অধিকারী বালক ও বালিকাদেরকে পুরস্কার প্রদান করা হয়। সকল ইভেন্টে ১ম স্থান অধিকারী এবং একক খেলায় ১ম ও ২য় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন।

ক্রীড়া পরিচালনা করেছেন আনিছুর রহমান, আসাদুল হক, নীল কমল মন্ডল, অরুন কুমার সানা, শামীম হোসেন, প্রদীপ কুমার বাছাড়, ইয়ামিন হোসেন, উত্তম কুমার মন্ডল, সুনীল কুমার সরকার ও প্রনতি রায়। ধারাভাষ্য প্রদান করেছেন আশরাফ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।