Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১৫ বছর পর নতুন নেতৃত্ব পেল শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

দীর্ঘ ১৫ বছরের স্থবিরতার পর অবশেষে নতুন নেতৃত্ব পেয়েছে বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদল। বুধবার (৭ জানুয়ারি) বগুড়া জেলা ছাত্রদল উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

নবগঠিত কমিটিতে আহসান হাবিব আরমানকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং মোঃ সাহদৎ হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন রাফি-আল-আমিন। ৪০ সদস্যবিশিষ্ট পৌর ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন নাসিফ ওয়াহিদ প্রান্ত এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাব্বি। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন মিনহাজ আহমেদ মিথুন।

দলীয় নেতারা জানান, পূর্ববর্তী সরকারের আমলে বিরোধী মতের ওপর দমন ও নির্যাতনের কারণে নতুন কমিটি গঠন সম্ভব হয়নি। নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন আহ্বায়ক আহসান হাবিব আরমান বলেন, “দীর্ঘদিন পর কমিটি হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমাদের লক্ষ্য দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।