নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলায় কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার লেবুতলা ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
অভিযানকালে কৃষি জমির উর্বর টপ সয়েল অবৈধভাবে কাটার প্রমাণ পাওয়া গেলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার মতো পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

