Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬

Link Copied!

মোঃ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণার খালিয়াজুরীতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খালিশাজুরী উপজেলা মাঠে ৭ জানুয়ারি /২৬ ইং রোজ বুধবার বেলা ১০ ঘটিকা হতে উক্ত অনুষ্ঠান শুরু হয়।

কৃষ্ণপুর আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় ও মহা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো কবির হোসেনের সঞ্চালনায়,খালিয়াজুরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেনের সার্বিক পরিচালনায়, সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষকদের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাদির হোসেন শামীম, উপজেলা নির্বাহী অফিসার, খালিয়াজুরী, নেত্রকোণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়েতের আমির মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেলোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলিফউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাকিল সারোয়ার,

প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়, রবীন্দ্র বিশ্বাস, মোঃ মন্জুরুল হক, আমিনুল ইসলাম, প্রশান্ত কুমার ভৌমিক, মোঃ আজমান আলী, সজল সরকার, সুপার আমিনুল ইসলাম, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।