Nabadhara
ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুরে শহরের কাশিয়া বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তিন শতাধিক শীতার্ত ও দরিদ্র মানুষ শীতবস্ত্র ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল লতিফুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেনসহ অন্যান্য চিকিৎসকরা সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন।

শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বক্তব্যকালে কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন বলেন, সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবির সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।