Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বড়দলে প্যানেল চেয়ারম্যান আফজালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবিতে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 
জানুয়ারি ১২, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন সানাকে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে বড়দল ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে ইউনিয়নের শত শত সাধারণ নাগরিকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন তহমিনা রহমান, আয়েশা খাতুন, আবু বক্কর ছিদ্দিক গাজী, জাহাঙ্গীর হোসেন বাবু, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, অন্ধ আঃ রাজ্জাক গাজী, এস এম আসাদ উদ্দৌলা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ সপ্তাহে মাত্র এক-দুই দিন এবং তাও অল্প সময়ের জন্য পরিষদে আসেন। ফলে তাকে না পেয়ে সাধারণ মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং চরম হয়রানির শিকার হচ্ছে।

বক্তা আসাদ উদ্দৌলা বলেন, “আমার বাবা-মার মৃত্যু সনদ পেতে ১০ দিন পরিষদে ঘুরতে হয়েছে।”

ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, “একটি ট্রেড লাইসেন্স করতে আমাকে দেড় মাস ঘুরতে হয়েছে।”

আয়েশা খাতুন অভিযোগ করেন, জন্ম নিবন্ধনের জন্য দীর্ঘদিন বারবার আসতে গিয়ে তার প্রায় ৩ হাজার টাকা খরচ হয়েছে।

তহমিনা রহমান বলেন, “পরিষদে এসে প্রশাসককে পাওয়া যায় না। আমরা সেবা বঞ্চিত হচ্ছি।”

আজগর আলী বলেন, “আইসিটি কর্মকর্তা তার দাপ্তরিক কাজের কারণে পরিষদে সময় দিতে পারেন না। অথচ প্রতিদিন অসংখ্য মানুষ সেবা নিতে আসে। তাই ইউনিয়নের স্বার্থে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়োজন।”

অন্ধ আঃ রাজ্জাক গাজী বলেন, “আমি কয়েক দিন পরিষদে এসে কাউকে না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছি।”

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসকের দায়িত্ব বাতিল করে প্যানেল চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেন সানাকে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান, যাতে ইউনিয়নের সাধারণ মানুষ নিয়মিত ও নির্বিঘ্নে পরিষদের সেবা পেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।