Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মেলান্দহে জনসচেতনতামূলক আলোচনা সভা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি 

জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে আলোচনা করেন।

সোমবার (১২ জানুয়ারি) নাংলা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের একাধিকবারের সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রয়োগের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বায়োজিদ, সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী, ইউপি সদস্য মাহাবুব রহমান ও আব্দুল হাকিম, মেলান্দহ কলেজ ছাত্রদলের সাবেক সফল ছাত্রনেতা প্রবাসী শাহজামাল, আব্দুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন। এছাড়া সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি সরকারি কাজে সময়সূচি পরিবর্তনের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

সভায় ভোটার সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয় এবং নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।