Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা

স্টাফ রিপোর্টার, ভোলা
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলায় অস্ত্রপাচারের পর ভুল রক্ত পুস করায় লামিয়া (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠেছে বন্ধন হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকের বিরুদ্ধে।

নিহত লামিয়া ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সড়ক এলাকার মো. শরিফের স্ত্রী। এ ঘটনায় উত্তেজিত রোগীর স্বজন ও স্থানীয়রা ক্লিনিকে হামলা করেন এবং ক্লিনিক কর্তৃপক্ষের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।

আজ সোমবার (১২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজারে অবস্থিত বন্ধন হেলথ কেয়ারের সামনে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

এ সময় তারা ক্লিনিকের মালিক ও স্টাফসহ বিচার দাবি করেন। এর আগে বিকেল ৫টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউেিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লামিয়া।

লামিয়ার স্বজনরা জানান, গত বুধবার প্রসূতি লামিয়াকে ভোলা শহরের বন্ধন হেলথ কেয়ারে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রথমে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়, পরে অস্ত্রপাচারের মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন তিনি। পরে ক্লিনিক থেকে ওই প্রসূতিকে রক্ত দেওয়ার কথা বলা হয় এবং তাদের কাছে এক ব্যাগ বি পজেটিভ রক্ত আছে বলে তাদের কাছ থেকে ক্রোসম্যাসের জন্য টাকাও নেওয়া হয়।

পরে এক ব্যাগ রক্ত পুস করা হয় তাকে এবং আরো এক ব্যাগ ও+ পজেটিভ রক্ত ম্যানেজ করতে বলেন। রক্ত পুস করার পর থেকেই প্রসূতির শরীরে অস্থিরতা শুরু হলে তাকে দ্রুত বরিশাল পাঠানো হয়। বরিশাল নেওয়ার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর তার মৃত্যু হয়।

বরিশাল নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন রোগীকে ভুল রক্ত পুস করা হয়েছে। ডেথ সার্টিফিকেটেও ভুল রক্ত পুস করায় মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন সেখানকার চিকিৎসক। তারা এ ঘটনায় ক্লিনিক মালিক ও স্টাফদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভোলার বন্ধন ক্লিনিকে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ক্লিনিকের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।