Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে বেগম মেহেরুন্নেসা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মরহুম আমজাদ আলী মাস্টারের সহধর্মিণী বেগম মেহেরুন্নেসা স্মরণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসর নামাজ বাদ বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমার সুযোগ্য পুত্র, বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ এবং পটুয়াখালী-১ আসনে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) মনোনীত প্রার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।

অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন। এছাড়া মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর নাতি মোঃ ইশরাত হোসেন স্বপন এবং পাঙ্গাসিয়া জামাতে ইসলামের আমির মাওলানা ফারুক হোসাইন।

স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, বেগম মেহেরুন্নেসা ও তাঁর স্বামী মরহুম আমজাদ আলী মাস্টার এ অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনন্য। বিশেষ করে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তাঁরা এই পশ্চাৎপদ জনপদে শিক্ষার ভিত্তি গড়ে দিয়ে গেছেন। তাদের এই অবদান এলাকাবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নিকট আত্মীয়স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁশবুনিয়া মজিবুর রহমান হাফেজী মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আবু মুসা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।