Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রহমতপুর সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রহমতপুর সাব-রেজিস্টার অফিসারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে রহমতপুর সাব-রেজিস্টার অফিস দলিল লেখক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন জুয়েল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জামান আহমেদ ফারুক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহমতপুর সাব-রেজিস্টার মো. যোবায়ের হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার প্রতি দোয়া করার আহ্বান জানান।

দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক  আরিফুর রহমান রতন তালুকদার, দলিল লেখক মো. কামাল হোসেন, মো. আবুল কালাম আজাদ বিশ্বাস, মো. মিজানুর রহমান খান, মো. মাহাবুব হোসেন তালুকদার, দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মো. হুমায়ুন শরীফ, দলিল লেখক মো. রিয়াজ হোসেন আকন, মো. হাবিবুর রহমান পিন্টু, মোহাম্মদ নাসিমুল হক কাজী, হাসানুর রহমান পান্নু, মো. জসিম আকন, তরুণ খান তপন শিকদার, মো. কাওসার হোসেন, সাইফুল ইসলাম, মো. রাসেল, মো. খলিলুর রহমান, মো. জালাল আহমেদ সবুজ, মো. হুমায়ুন কবির আকনসহ রহমতপুর সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।