নারায়ন চক্রবর্ত্তী, সরাইল প্রতিনিধিঃ
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভুমি মন্ত্রণালয়, দৃর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্মিত বাড়ি সরাইলে পেয়েছেন ১০২ টি ভূমিহীন পরিবার।
“মুজিববর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল সাড়ে ১০ টায় ৬৬ হাজার ১৮৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে সরাইলে ১০২টি বাড়ি বিতরণের কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন।
সরাইল উপজেলা পরিষদ প্রঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. মোঃ নাজমুল হোসেন সরাইল থানা ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ১০২ টি গৃহ ও ভূমিহীন মানুষের মাঝে জমির দলিল ও যাবতীয় কাগজ পত্র হস্তান্তর করা হয়।
নবধারা/বিএস