অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “যে কোনো হিসেবে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এবং আল্লাহ যদি নারাজ না হন, তাহলে বিএনপি ক্ষমতায় যাবে।”
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিল—একটি আওয়ামী লীগ ও একটি বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের কার্যক্রমকে সরকার নিষিদ্ধ করেছে। তাই অবাধ নির্বাচন হলে বিএনপির বিজয় অনিবার্য।” তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে এবং সেই সরকারে যদি আপনাদের প্রতিনিধি থাকে, তাহলে এলাকায় উন্নয়ন করা সহজ হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের সুযোগ দিন।”
এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, “২০০৪ সালের ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া কলাপাড়ায় এসেছিলেন। তখন যে দাবিগুলো আমরা তুলেছিলাম, সেগুলোর সবই বাস্তবায়ন হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছে, কারণ তারা বুঝেছিল—উন্নয়ন ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা যায় না। তবে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছিল বিএনপিই। আবারও বিএনপি ক্ষমতায় এলে কলাপাড়া–রাঙ্গাবালীকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মী, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

