বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বড় ও দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা মন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমরা নির্বাচন করছি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে, দেশকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে।
তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা রাসেল হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আহসান হাবীব বিশ্বাস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মো. বেলাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ বাবুগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

