Nabadhara
ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে মাদক ব্যবসায়ীদের দাপট বাড়ছে

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

দীর্ঘদিন ধরে মাদক বিরোধী অভিযান জোরদার না করায় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশালের গৌরনদী এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

মাদকের ভয়াল থাবা শহর ছাড়িয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছে গেছে। ফলে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মত মরণনেশা। মাদকের সহজলভ্যতায় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রাপ্তে পৌঁছে গেছে। সম্প্রীতি উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার বক্তব্যেও গৌরনদীতে মাদকের ভয়াবহতার করুন চিত্রফুটে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন মাদক স্পটে হরদম মাদক বিক্রি করে যাচ্ছে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতারা। এছাড়াও ধরা ছোয়ার বাইরে থেকে মাদকের ডিলাররা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক বিক্রি করে যাচ্ছে। এরমধ্যে কয়েকটি মাদক স্পটে প্রকাশ্যেই মাদক বিক্রির খবর মিলেছে।

সূত্রে আরও জানা গেছে, মাদকের বড় ডিলাররা এলাকার বাইরে থেকেও গৌরনদীতে অবস্থানকারী খুচরা বিক্রেতাদের দিয়ে মাদক বিক্রি করিয়ে যাচ্ছে। মাদক বিক্রি করে অল্পতে ভাগ্য বদলের আশায় বেকার তরুন-যুবকরা মাদক বিক্রির কাজে জড়িয়ে পরছে। এতে নিজেরা যেমন বিপদগামী হচ্ছে তেমনি পরিবারগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

স্থানীয় সচেতন নাগরিকরা জানিয়েছেন, প্রশাসনের কাছে মাদক বিক্রেতাদের তালিকা রয়েছে। এসব তালিকা ধরে মাদক বিরোধী চিরুনি অভিযান পরিচালনা করলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে নাম সর্বস্ব দুএকটি অভিযান হলেও আমরা বড় ধরনের কোন অভিযান দেখছিনা। যেকারনে গৌরনদীতে দিনদিন মাদকের ক্রেতা-বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গৌরনদীতে মাদক বৃদ্ধির বিষয়টি স্বীকার করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম জানিয়েছেন-প্রতিটা আইনশৃংখলা কমিটির সভায় মাদকের বিষয়ে সাড়াশি অভিযান পরিচালনার জন্য পুলিশ ও অন্যান্য সংস্থাকে নির্দেশনা দেওয়া আছে।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মোঃ আনছার উদ্দিন জানিয়েছেন-মাদক বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। অতি শীগ্রই অভিযান জোরদার করতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।