গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন-খেলাধুলা মাদক বিরোধী তৎপরতার একটি চমৎকার উপাদান। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত কারিকুলামের তৎপরতাকে বাড়িয়ে দিতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রী কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি আরও
বলেন-ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষার পাশাপাশি কারিকুলাম বহির্ভূত তৎপরতার দিকে এমন ভাবে যুক্ত করতে হবে মাদকচক্র যাতে তরুনদেরকে বিপদগামী করতে না পারে।
বার্থী ক্লাব ও ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিন্টু সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্থী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন পান্ডে, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বিএনপি নেতা এসএম মোশারফ হোসেন, মনিরুজ্জামান খোকন, মোস্তফ্ হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন মোল্লা, যুগ্ম আহবায়ক রাজিব খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সজিব মাঝি, টুনামেন্ট উদযাপন কমিটির আহবায়ক রুহুল আমিন সরদার, যুগ্ম আহবায়ক কাওছার ফকির, উদ্যোক্তা সাব্বির মোল্লা, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইত্তেসাম পারভেজ, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. মাহাবুব আলম কাজী অভি, ঢাকা মহানগর ছাত্রদল নেতা রাকিব ইসলাম আলভী, প্রমুখ।
শেষে খেলায় অংশগ্রহণকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় টিম ইলিভেনকে ৫-১ গোলো হারিয়ে হারুন স্মৃতি একাদশ চ্যাম্পিয়ান হয়।
অপর দিকে একই দিন রাতে বরিশাল-১ গৌরনদী ও আগৈলঝাড়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের নির্বাচনী প্রচারনা কার্য়ক্রম সুষ্ঠুভাবে পরিচলনা করার লক্ষে মিডিয়া উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচনী কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্ঠা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন।
মিডিয়া উপ-কমিটির সম্বনয়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, মিডিয়া উপ-কমিটির সিনিয়র সদস্য ও মাই টিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাইফুল ইসলাম, নাজমুল রিপন, ওমর আলী সানি সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

