Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে মৌলভীবাজার-৩ জামায়াত প্রার্থীর বাড়ি জনতার ঘেরাও

মৌলভীবাজার প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে মৌলভীবাজার-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়ি ঘিরে রাখে তারা।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনার খবরে ক্ষুব্ধ হয়ে সাধারণ ভোটাররা এ কর্মসূচি পালন করে।

তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে নির্বাচনী মাঠে সক্রিয় থাকা প্রার্থীকে যেন কোনোভাবেই মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা না হয়।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন, এবারের নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে জনতা একটি পরিবর্তন আশা করেছিল। সেই প্রত্যাশা নিয়ে আমাদের প্রার্থী আব্দুল মান্নান দিনরাত নির্বাচনী কাজ করে যাচ্ছেন। তবে জোটগত সিদ্ধান্তের কারণে আমাদের প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। আমরা দলের সিদ্ধান্তের বাইরে যাব না।

আল্লাহ যেন আমাদের ধৈর্য ধরার তৌফিক দেন ইনশাল্লাহ আমরা প্রার্থিতা প্রত্যাহার করে নেব।
এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও  পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয়ভাবে নজরদারি অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।