Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন, চূড়ান্ত প্রার্থী হান্নান মাসুদ

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী-৬(হাতিয়া) আসনে ১০ দলীয় জোট থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র প্রার্থী আব্দুল হান্নান মাসুদের নাম।

মঙ্গলবার(২০ জানুয়ারি) বেলা ১১টার সময় উপজেলা শহর কলেজ রোডস্থ এনসিপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে ঐক্যবদ্ধ ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে হান্নান মাসুদকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এতে ১০ দলীয় জোটের শরীক দল খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো.ইউনুছ, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র হাতিয়া উপজেলা শাখার আহবায়ক সামছল তিব্রীজ ও এলডিপিসহ দলগুলোর মুখপাত্ররা উপস্থিত ছিলেন। তারা ঐক্যবদ্ধ জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য অঙ্গিকার ব্যক্ত করে বক্তব্য দেন।

জামায়াতের প্রার্থী এডভোকেট শাহ্ মাহফুজুল হক বলেন, ফ্যাসিবাদ হঠানোর আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করেছি। জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে হাতিয়ার আসন থেকে আমরা মনোনয়ন প্রত্যাহার করার জন্য আজ নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জমা দেব। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, এতোদিন ভোটের মাঠে মানুষের আস্থা অর্জনে কাজ করেছি এবং মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি। এখন বৃহত্তর স্বার্থে আসনটি ছেড়ে দিচ্ছি। এবং জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা একযোগে কাজ করব।

হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জোটের (শাপলা কলি প্রতীক) প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও আগ্রাষণের বিরুদ্ধে ১০দলীয় জোট গঠিত হয়েছে। যারা বাংলাদেশের মানুষকে অত্যাচার-নির্যাতন করেছে- তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। যারা ফ্যাসিবাদের সাথে আঁতাত করেছে- তারাও খসে পড়বে ওদের মতো।

তিনি বলেন, আমাদের অনভিজ্ঞতার কারণে হয়তো আমরা বেশিদূর আগাতে পারিনি। তবে সকলের উদ্দেশ্য আমাদের একটাই কথা- মজলুমের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি। জালিমের বিরুদ্ধে কঠোর হতে হলে আমরা কঠোর হব।

তিনি আরো বলেন, যে যেদলই করুক এই প্লাটফর্মে আসতে পারেন। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা ভোটচুরি প্রথার বিরুদ্ধে।

হাতিয়ায় যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেয়, এবং যারা নিরিহ- তাদেরকে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান তিনি।

এসময় উপজেলা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ জোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ঐক্যবদ্ধ ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলনে সঞ্চালনায় ছিলেন, জামায়াত মনোনীত হাতিয়া পৌরসভা মেয়ের পদপ্রার্থী- সাব্বির আহমেদ তাফসীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।