সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগামী পাঁচ বছর বা পরবর্তী সময়ে দেশ কিভাবে পরিচালিত হবে ও জুলাই সনদের সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়ন করতে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের খান জাহান আলি দরগা মাঠে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত সুধী সমাবেশে বর্তমান সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ কথা বলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সুধী সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার, জেলা তথ্য অফিসের উপপরিচালক মইনুল ইসলাম প্রমূখ।
সমাবেশের আগে তথ্য অফিসের সহযোগিতায় দরগা মাঠে সাধারণ মানুষের উদ্দেশ্যে কেরাভ্যান ভোটের গাড়ির মাধ্যমে ভোটারদের উদ্বুদ্ধকরণের জন্য প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় ।

