Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

 পলাশে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 
জানুয়ারি ২০, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 

নরসিংদীর পলাশ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধারে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মাছুম আহমেদ, পলাশ থানার সেকেন্ড অফিসার মো. রাকিব, পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর কবির, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা এনসিপির সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নরসিংদী জেলা আহ্বায়ক আব্দুর রহীম কাশেমীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে প্রশাসন মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে আরও কঠোর ও সচেতনভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। উপজেলার প্রতিটি নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন, সেটিই প্রশাসনের প্রধান লক্ষ্য। মাদক, অবৈধ অস্ত্র, ইভটিজিংসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।