Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি: শিশুদের পুষ্টি ও পরিবেশ সচেতনতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি

আলফাডাঙ্গা উপজেলায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য “দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি ও পরিবেশ সচেতনতা” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এটি স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই কর্মশালায় সহযোগিতা করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, “স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শিশুদের পুষ্টি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিয়মিত দুধ ও দুগ্ধজাত পণ্য গ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে। পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদন ও ব্যবহার সম্পর্কে সচেতন হওয়াও জরুরি।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন বলেন, “দুধ শুধু একটি খাদ্য নয়, এটি পূর্ণাঙ্গ পুষ্টির উৎস। বিদ্যালয় পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত জীবনধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

প্রশিক্ষণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সেখানে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ, নিরাপদ ব্যবহার, স্বাস্থ্যসম্মত উৎপাদন এবং পরিবেশবান্ধব দুধ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মোট ২৫ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।