বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস বলেছেন, দেশে শান্তি, উন্নয়ন ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। সকল ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে জাতীয় পার্টিই আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে লাঙ্গল প্রতীকের নির্বাচনী ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এসব কথা বলেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জাতীয় পার্টির নেতা আব্দুল হাকিম হাওলাদারের বাড়িতে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন তাপস বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের রাজনীতি করে। দেশের বর্তমান প্রেক্ষাপটে উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় পার্টির বিকল্প নেই।
বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকের বিজয়ের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত হওয়ায় একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাগারে পাঠিয়েছে। কিন্তু জনগণের ভালোবাসা কোনো কারাগারে বন্দী করা যায় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া।
নির্বাচনী বক্তব্যে হাবিবা কিবরিয়া বলেন, আমার বাবা আজীবন মানুষের জন্য কাজ করেছেন। তিনি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতিতে বিশ্বাস করেন। আজ তিনি রাজনৈতিক মিথ্যা মামলায় কারাগারে থাকলেও বাবুগঞ্জ-মুলাদীর মানুষের ভালোবাসাই তাঁর শক্তি।
এই এলাকার প্রতিটি মানুষ যেন উন্নয়নের সুফল পায়, সেটাই তাঁর একমাত্র লক্ষ্য। আমি আপনাদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানাই।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ কর্মী-সমর্থকরা।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেদারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

